নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১/২০২৫-২৬ মৌসুমের আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অতিদপ্তরে আয়োজনে এ কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।প্রতি কৃষক ১ বিঘার জন্য পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার।
Leave a Reply