নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে। মেলায় মোট ২০ টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল হোসেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, কৃষাণ- কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply