শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়া শিশুকন্যা কুলসুম বেগম এখন জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ শিশুটির পিতা মাতার সন্ধান চালিয়ে যাচ্ছে। জানা যায় মঙ্গলবার দুপুরে ওই শিশু কন্যা কুলসুম বেগমকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরশহরের জগন্নাথপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্যেশ্যে রওয়ানা হয়। পথ্যে মধ্যে পৌরএলাকার হবিবপুর মাদ্রাসা পয়েন্ট থেকে ৭/৮ বছরের একটি মেয়ে বাসে উঠে। ওই সময় বাসের হেল্পার তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করলে মেয়েটি অগোচালোভাবে কথা বলে। এতে করে হেল্পার মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় ভবেরবাজার বাস কাউন্টারের ম্যানেজারের নিটক হস্তান্তর করে। পৌরএলাকার ভবেরবাজার বাস কাউন্টারের ম্যানেজার আবদুল কাদির জানান, বাসের হেল্পার মেয়েটিকে বলে, সে যাত্রাবাড়ি যাবে। আরেক বার বলে, ঢাকায় যাবে। সে কোথায় থেকে কীভাবে এসেছে জানতে চাইলে মেয়েটি কোন কিছু বলতে পারেনি। মেয়েটিকে কিছুটা অসুস্থ লাগছে। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় তার নাম কুলসুম বেগম। পরে আমি মেয়েটিকে জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করেছি। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, মেয়েটি আমাদেরকে জানিয়েছে তার বাবার নাম দুলাল মিয়া। বাবার বাড়ি ময়মনসিংহ জেলার তারকান্দা থানার ভৌলা গ্রামে। পরিবারের লোকজন ঢাকার যাত্রাবাড়ীর থানার শনির আখড়া মাজার এলাকায় থাকে। তার নানাবাড়ী ভোলা জেলার লালমোহন থানার ফুলবাগিজা গ্রামে। কীভাবে জগন্নাথপুর এসেছে এ ব্যাপারে কিছুই বলতে পারছেনা। তিনি জানান, আমরা মেয়েটির ব্যাপারে যাত্রাবাড়ি থানায় খোঁজ নিয়েছে কিন্তু তার পিতা মাতার সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান শিশুকন্যা কুলসুম বেগম এখন থানা পুলিশের হেফাজতে আছে। আমি তার অগোচালো কথার সুত্র ধরে যাত্রাবাড়ী এলাকায় সেখানকার স্থানীয় পুলিশের সহযোগীতা নিয়ে খোজ খবর করেও মেয়েটির পিতা মাতার সন্ধান পাইনি। তার পিতার মাতার সন্ধান পেতে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply