শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

বৃটেনের স্থানীয় নির্বাচনে জগন্নাথপুরের ৯ প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ- উচ্ছাস

বৃটেনের স্থানীয় নির্বাচনে জগন্নাথপুরের ৯ প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ- উচ্ছাস

বিশেষ প্রতিনিধি : : প্রবাসী বাংলাদেশীরা যুক্তরাজ্যে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় নিজেদের সম্পৃক্ত করে স্থানীয় নাগরিকদের মন জয় করেছেন। তারা গত ৪ মের স্থানীয় কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়ে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। বৃটেনেরে স্থানীয় নির্বাচনে বৃহত্তর সিলেটের ২৫জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে শুধু মাত্র জগন্নাথপুর উপজেলার ৯জন প্রবাসী কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তাদের এ বিজয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে আনন্দের জোয়ার বইছে। এই আনন্দের ঢেউ বাংলাদেশে আত্মীয় স্বজনদের মধ্যেও লেগেছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী প্রধান তিন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের জয়জয়কার হয়েছে। নির্বাচনে এ উপজেলার ৯জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জানা যায়, উপজেলার পৌর শহরের হবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুকিত চুনু (এম.বি.ই) তৃতীয় বারের মতো ওয়েবারর্স এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাবেক কাউন্সিলার হেলাল রহমানের স্ত্রী জেনেট রহমান,ব্রোমলী বাই ব নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত হন। অপর দিকে উপজেলা পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের লুৎফুর রহমান, ম্যানচেষ্টার সিটি কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে ৪বার নির্বাচিত হন। একই গ্রামের আবুল কায়ের চৌধুরী ২য় বারের মতো হাম্পশায়ার এলাকা থেকে নির্বাচিত হন। একই ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আহবাব হোসেন বেথনালগ্রীন এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। এদিকে সৈয়দপুর গ্রামের প্রবাসী সমশের কোরেশীর স্ত্রী লিমা কোরেশী স্পিটফিল্ড এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। একই গ্রামের সৈয়দ তরব আলীর মেয়ে সৈয়দা সামছিয়া আলী ডারলিংটন থেকে নির্বাচিত হয়েছেন। একই গ্রামের সাজু হোসেনও টাওয়ার হামলেট্স এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বাংলাদেশী বংশোদ্ভাত এই জনপ্রতিনিধিদের বিজয়ে দেশে বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকসহ বিভিন্ন গনমাধ্যমে ব্যাপক প্রচারনা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com