রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিভিন্ন জাতের দুই-আড়াইশত চারা গাছ দুস্কৃতিকারীরা কর্তৃক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এব্যাপারে জগন্নাথপুর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।
জিডির সুত্র থেকে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাগময়না গ্রামের বাসিন্দা মজলুল হকের মালিকানাধীন গ্রামের মাছের খামারের দক্ষিণ পাড়ে লাগানো বিভিন্ন জাতের দুইশত থেকে আড়াইশত চারা গাছ গত ১৬ সেপ্টেম্বর রাতের আঘারে কে বা কারা গাছগুলো কেটে ভেঙে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজলুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুস্কৃতিকারীরা আমার মালিকানাধীন মাছের ফিসারির পাড়ে লাগালো বিভিন্ন জাতের চারা গাছ কেটে বিনষ্ট করে দিয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
জগন্নাথপুর থানার ডিউটিন অফিসার এএসআই প্রনয় নাগ জিডির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন রা হবে।
Leave a Reply