মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে
জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষে হাওর নিয়ে কাজ করা সামাজিক সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব স্বাক্ষরিত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানান।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব জানান ,জগন্নাথপুর উপজেলা একটি হাওর ব্যষ্টিত উপজেলা।গত ১৯ ফেব্রুয়ারি সরকারিভাবে দেশের ১৬ টি উপজেলাকে হাওর/দ্বীপ / চর উপজেলা হিসেবে গ্রেজেটভূক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। জগন্নাথপুর উপজেলায় ছোট বড় ২৩ টি হাওর ৭টি নদী,১৫৮ টি বিল ৩৯ টি খাল ৫০ টি প্লাবন ভূমি রয়েছে। বর্ষা মৌসুমে নৌকা ও হেমন্ত মৌসুমে পায়ে হেঁটে উপজেলার অধিকাংশ মানুষ কে চলাচল করতে হয়। এসব দিক বিবেচনা করে জগন্নাথপুর উপজেলাকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তি করে পিছিয়েপড়া জগন্নাথপুর উপজেলাবাসীকে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সংযুক্ত করতে আমরা দাবি জানাই।স্মারকলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সংগঠনের সদস্য সাংবাদিক আলী আহমদ সদস্য মাসুম আহমদ প্রমুখ।
Leave a Reply