বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে একের পর এক সিদ্ধান্তে কৃষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিহ য়েছে। সরকারিভাবে ধান ক্রয়ে আবারো পরিবর্তন হয়েছে। এ নিয়ে মোট ৪ বার পরিবর্তন হলো।
সোমবার বিকেলে ধানক্রয় কমিটির সভাপতি ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফউল্লাহ, ওসি তদন্ত নব গোপাল দাস, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান। এবার জনপ্রতি কৃষকের কাছ থেকে ১০ মণ করে ধান কেনার সিদ্ধান্ত হয়।
সোমবার জগন্নাথপুর ধান-চাল সংগ্রহ কমিটির নতুন সিদ্ধান্তের ভিত্তিতে জনপ্রতি ১০ মণ করে ধান কেনা হবে বলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী নিশ্চিত করেন।
জানাগেছে, গত মে মাস থেকে কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে সরকারিভাবে ধান কেনা শুরু হয়। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। প্রথমে জনপ্রতি ১০ মণ করে কেনা হয়। পরে তা পরিবর্তন হয়ে জনপ্রতি ৭৫ মণ কেনা হয়। পরে আবার জনপ্রতি ২৫ মণ করে কেনা হয়। এখন আবার জনপ্রতি ১০ মণ করে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪বার সিদ্ধান্ত পবিবর্তনের বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, ১টন ও ৩টন করে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া শুরু হলে কয়েকটি
সিন্ডিকেট করে ধান দেওয়া শুরু হয়। এই সিন্ডিকেট প্রথা ভাঙতে প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় এজন্য আবারো নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে।
Leave a Reply