বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এখনো তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে মিজানুর রহমান মিজানের ‘রাগী’, ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’। এরমধ্যে ‘রক্তাক্ত সুলতানা’য় তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সবক’টি সিনেমারই কাজ শেষ করেছেন মৌমিতা মৌ। এদিকে এরইমধ্যে রাজধানীর ইডেন কলেজ থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এ অভিনেত্রী। পরিবার থেকে বিয়ের জন্য চাপ আছে বলে জানান তিনি। কিন্তু মৌমিতা মৌর এখন আগ্রহ আছে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার এবং টিভি নাটকে অভিনয় করার।
তার পরিবারের সিনেমায় কাজ করার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারে আগ্রহ কেশি। তাই মৌমিতা মৌ এখন নাটকে কাজ করারও অপেক্ষায় আছেন। ভালো গল্প এবং গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে তিনি নাটকেও অভিনয় করবেন বলে জানালেন। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ সিনেমাতে ।
Leave a Reply