শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
মাছুম আহমদ/রেজুওয়ান কোরেশী :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুবাজপুর গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে একই গ্রামের সুবাস করের গরু ধান খেতে থাকলে জমির মালিক নুরুল হক গরু দিয়ে আধাপাকা ধান না খাওয়াতে বলেন। এ নিয়ে সুবাস কর ও পক্ষের লোকদের সাথে তর্কবিতর্ক থেকে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুবাস করের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের শহিদ মিয়াসহ একদল দুর্বুত্ত নুরুল হককে (৫০) এলোপাতারি মারধর করে এবং গলাটিপে হত্যা করে। এ সময় নুরুল হক পক্ষের ৪ জন আহত হন। আহরা হচ্ছে সাইদুল হক (২৫) আমিন মিয়া (১৮) শরিফ মিয়া (২২) গোলজার আহমদ (২৫) আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল সুবাস করের স্ত্রী শিবলী কর, পাকি করের স্ত্রী সীমা কর ও কানাই করের ছেলে করুনা কর।
ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি আশরাফুল ইসলাম (তদন্ত) জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় যাই জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply