মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে কার্ল মার্কস’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা দেশে ৫ শতাধিক ব্যক্তির একাধিক এনআইডি, ব্যবস্থা নিচ্ছে ইসি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ সুবিপ্রবি’র ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে আলোচনা সভা অন্য যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার দুই পুত্রবধু সঙ্গে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া জগন্নাথপুরে এ আলী ট্রেডার্সের টাইলস ও স্যানিটারি শাখার উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে জগন্নাথপুরে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে প্রথমবারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের স্কুল ছাত্রীকে মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে জগন্নাথপুর এনে ধর্ষণ : র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জের স্কুল ছাত্রীকে মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে জগন্নাথপুর এনে ধর্ষণ : র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামে অভিযান চালিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন র‌্যাব ৯ সিলেটের একটিদল। শুক্রবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে অপহরণকারী ধর্ষক ও অপহৃত স্কুল ছাত্রী (১৫) কে তুলে দেওয়া হয়। গতকাল তাদের কে জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রাম থেকে উদ্ধার করা হয়। অপহরণকারী ধর্ষক মাইক্রোবাস চালক।
শনিবার রাতে র‌্যাব-৯ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের সাথে আলাপ হলে তিনি এ প্রতিবেদক কে জানান, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৯ জানুয়ারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা সদর এলাকা থেকে স্কুল ছাত্রীকে (১৫)কে অপহরণ করে সিলেট নিয়ে আসে অপহরণকারী জুবায়ের । ১০ জানয়ারি সিলেটের শাহপরান এলাকায় রাত্রি যাপন করে তরুণী কে প্রথমে ধর্ষণ করা হয়। পরদিন থেকে একাধিক বার জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামে নিয়ে রেখে ধর্ষণ করে। কিশোরগঞ্জ থানা পুলিশ ও অপহৃত তরুনীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে শুক্রবার রাতে তাদের কে সিলেট র‌্যাব কার্যালয় থেকে কিশোরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, গ্রেফতারের পর ধর্ষণকারী জুবায়ের আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা শিকার করে সে জানায় দালালদের মাধ্যমে ধর্ষিতা স্কুল ছাত্রী (১৫) কে পতিতালয়ে বিক্রির করার পরিকল্পনা ছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাথে আলাপ হলে তিনি বলেন, এ বিষয়টি বিস্তারিত আমার জানা নেই। তবে অভিযানকালে র‌্যাব-৯ আমাদের ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করেছেন।
ডিউটি অফিসার এসআই মনিরের সাথে আলাপ হলে তিনি জানান, শুক্রবার রাতে সিলেট র‌্যাব ৯এর একদল ফোনে এ বিষয়টি আমাকে অবহিত করে ধর্ষককে গ্রেফতারে সহযোগিতা চান। পরে র‌্যাব ৯এর লোকজনই ধর্ষণকারী জুবায়ের কে গ্রেফতার ও ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে নিয়ে যান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com