শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে ৪টার দিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভুত থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১২ এপ্রিল বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন থাকবে।
উল্লেখ্য, দোয়ারাবাজারে এক সৌদি প্রবাসীর স্ত্রী’র শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ৯ এপ্রিল জ্বর সর্দিতে আক্রান্ত এই নারীসহ এই উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে করোনায় আক্রান্ত কী-না যাচাইয়ের জন্য পাঠানো হয়। রবিবার দুপুর ১২ টায় সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, উপজেলার চণ্ডিপুর গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত। বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভা শেষে বিকাল ৫ টায় জেলা প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন ঘোষণা করেন।
করোনা আক্রান্ত ওই মহিলার বাড়ি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে। মহিলার স্বামী গত ৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরেছিলেন। সৌদি ফেরৎ স্বামী ১৪ দিন হোম কায়ারেন্টিনে ছিলেন বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ জানান, করোনায় আক্রান্ত ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে।
Leave a Reply