শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এখন পর্যন্ত ৭৭ ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক সুনামগঞ্জ থেকে ঢাকার ফেরার পথে জগন্নাথপুরের নারিকেলতলা এলাকায় কৃষকদের মধ্যে ত্রাণ ও বীজ বিতরণকালে স্থানীয় উপজেলা কৃৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার মন্ত্রীকে এতথ্য জানান। এসময় কৃষিমন্ত্রী বলেন, আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি হলে যে কোনো মহামারি মোকাবেলা সম্ভব। তিনি বলেন, ধান ক্রয়ে কোন ধরনের অনিয়ন বরদাশত করা হবে না। লটারির মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করতে হবে। পরে ২০ জন সবজি চাষির মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি অধিদপ্তর সম্প্রসারক (প্রশাসক) পরিচালক শাহ আলম, কৃষি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক হামিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুরের ছোট বড় ১৫টি হাওরে এবার ২০ হাজার ৫শত হেক্টর বোরো ফসল আবাদ করা হয়েছে। গতকাল পর্যন্ত জগন্নাথপুরে ৭৭ ভাগ ধান কাটার কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম তারিখে হাওরের ধান কাটার কাজ সমাপ্ত হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply