শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত ছয়জনের সবাই সুস্থ হয়েছেন। বুধবার আক্রান্ত দুই জনকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে আরো চারজন কে ছাড়পত্র দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,গতকাল কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের হোসাইন মিয়া ও রুহুল আমিন নামের দুই যুবক নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়িতে গিয়ে তাদের করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেন।
এর আগে গত রোববার উপজেলার আশারকান্দি ইউনিয়নে করোনায় শনাক্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। গত ১৪ মে
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
স্বাস্থ্য সহকারী আবু সাঈদ, নাদামপুর গ্রামের ১৮ বছরের তরুণ ও উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গার্মেন্টস কর্মী কে সুস্থ হয়ে উঠায় ছাড়পত্র দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান জগন্নাথপুরে এ পর্যন্ত ছয় জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল তাদের সবাই পুরোপুরি সুস্থ হওয়ায় তাদের পরীক্ষা প্রতিবেদন নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। মনোবল চাঙা রেখে স্বাস্থ্য বিধি মেনে চলায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠেন।
Leave a Reply