জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিলো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চেয়ারপারসন অসুস্থ বোধ করায় সাক্ষাৎ করতে যাচ্ছেন না তিনি।
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ৩টায় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের খবর জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এর পর বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস সাক্ষাৎ স্থগিত হওয়ার খবর নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় মহাসচিবের সাক্ষাৎ স্থগিত হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
Leave a Reply