নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাবিবুর রহমান হাবিল ৪৫) নামের বিএনপির এক নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জগন্নাথপুর পৌরসভার ৫নং বাড়ী জগন্নাথপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক। শনিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হাবিবুর রহমান হাবিল বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত ইছিম উল্লার ছেলে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে মামলার ৩৭ নম্বর আসামী। তাকে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, পুলিশের ভাষ্যমতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে এর আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। পরে ৯ নভেম্বর আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমানে গ্রেফতার আতংকে বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা ঘরবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ।
Leave a Reply