শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:
লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ যৌথ নেতৃত্বে বিএনপি চলছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি কে চালায়? মনে হচ্ছে ওবায়দুল কাদেরের ঘুম হয় না রাতে, উনি এত দুশ্চিন্তায় আছেন। তিনি বলেন, ‘বিএনপি নেতারা ও সারা দেশের নেতাকর্মীরা ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি আরও বেশি জোরদারভাবে চলছে।’ মোশাররফ বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যরা প্রায় প্রত্যেক দিন অনানুষ্ঠানিকভাবে বসে একত্রে সিদ্ধান্ত নিচ্ছি। ওইসব যৌথ সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে বাস্তবায়ন হচ্ছে।’ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের উদ্দেশ্য খারাপ মন্তব্য করে এ বিএনপি নেতা বলেন, ‘তাদের উদ্দেশ্য যদি ভালো হতো, তাহলে অসুস্থ খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত ডাক্তারকে চিকিৎসার জন্য যেতে দিত।’ খন্দকার মোশাররফ বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় যখন জেলে ছিলাম তখন আমার চিকিৎসার জন্য ব্যক্তিগত ডাক্তার দেয়া হয়েছিল। তাহলে এখন খালেদা জিয়াকে দেয়া হবে না কেন?’ ‘দেশমাতা বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে রাজনৈতিকভাবে হয়রানি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সভাটির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম। সংগঠনটির সভাপতি নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদউদ্দিন প্রমুখ।
Leave a Reply