বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!   সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক এবার ৩২ টাকা কেজিতে ৫ লাখ টন ধান,   ১২ লাখ টন চাউল কিনবে সরকার  জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

জগন্নাথপুর নিউজ ডেস্ক:  এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাবেক মহিলা ও ‍শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে নবাবগঞ্জ জাতীয় পার্টির নব নির্বাচিত যুগ্ম আহ্বায়করা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান
জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের এখনই মাঠে নামার আহ্বান জানিয়েছেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আগামী নিবার্চনে নিজেদের শক্তির ওপর ভর করেই লড়াই করতে হবে। রোববার নবাবগঞ্জ উপজেলা উপজেলা শহরের পাশে বর্ধনপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে কর্মিসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-১ দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করাসহ সাধারণ মানুষের কাছে দোহার ও নবাবগঞ্জের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে হবে। তবেই আমরা পুনরায় এ অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ পাব।’
সালমা ইসলাম আরও বলেন, ‘আমি দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের স্বার্থে রাজনীতিতে এসেছি। এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা রাজধানীর নিকটবর্তী অবহেলিত এলাকাটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি।’
সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক সচেতনতা ও শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। তাই আর বসে না থেকে ঘরে ঘরে মানুষের ভালোমন্দের খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে নবীন-প্রবীণের সমন্বয়ে জাতীয় পার্টিকে ঢেলে সাজাতে উপজেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও সাতজনকে সম্পৃক্ত করা হয়। তারা হলেন- নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা, এসএম ওসমানী হেন্টু, ওমর ফারুক, আবুল হোসেন আজাদ, জাকির হোসেন, সেলিম শিকদার এবং সাহিদুল হক খান। এছাড়া আবদুর রাজ্জাক মাস্টারকে উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা এবং জিনিয়া আফরিনকে উপজেলা মহিলা পার্টির সহ-সভানেত্রী করা হয়। সভায় নবনির্বাচিত যুগ্ম আহ্বায়করা ফুল দিয়ে সংসদ সদস্য সালমা ইসলামকে শুভেচ্ছা জানান। কর্মিসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নূরুল আনোয়ার বেলাল, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, একেএম আবদুল হালিম, এমএ মজিদ, কফিল উদ্দিন, মো. শাজাহান, আবদুল মান্নান মাস্টার, আসাদুজ্জামান চৌধুরী রানা, নারীনেত্রী রেশমী হোসেন আজাদ, যুবসংহতির এসএম মোস্তারীম মিথুন, বোরহান হোসেন, ছাত্র সমাজের ইফতিয়াজ মাসুদ, খলিল দেওয়ান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com