রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ কলিম উদ্দিন মিলনের সুস্হতা কামনায় জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল  শহীদ হাফিজুর রহমান হাফিজের স্বরণে জগন্নাথপুর উপজেলা যুবদলের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ শান্তিগঞ্জে ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপন

সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক

সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক

যুক্তরাজ্য প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন সহ বহু পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক, জগন্নাথপুরের জনপ্রিয় সামাজিক সাংস্কৃতিক ও নাট্যসংগঠন নাট্যবাণীর সংগঠক সিনিয়র সাংবাদিক  শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি থেকে মনোনীত সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তীগন্জ আসনের সদ্য সমাপ্ত বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ পদপ্রার্থী গণমানুষের নেতা, ইউ কে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,ক্রীড়াবিদ, রাজনৈতিক,কমিউনিটি, শিক্ষানুরাগী, সমাজসেবী, দানশীল ও মিডিয়া ব্যক্তিত্ব,বৃটেন ও বাংলাদেশের সুপরিচিত মুখ, জগন্নাথপুর নিউজ ডট কম, আল-মিনার টিভি, ইউ কে বাংলা টিভি ও ইউ কে বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৌফিক আলী মিনার।
আলহাজ্ব তৌফিক আলী মিনার বলেন, শংকর রায় সাংবাদিকতা জীবনে তার পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি যে নিরলসভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন তা তার সতীর্থ ও সহকর্মীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে থাকবে।
আলহাজ্ব তৌফিক আলী মিনার বিবৃতিতে শংকর রায়ের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য সোমবার (২২ এপ্রিল) রাত ১টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাতক্ষণিকভাবে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com