রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক::
বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, কষ্ট এবং শ্রম এই দুটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি। কষ্ট এবং শ্রমের মাধ্যমেই প্রতিটি মানুষ সফলতার শিখরে আরোহণ করে।
শনিবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে যমুনা কমপ্লেক্স আয়োজিত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে শ্রমিক-কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, তোমরা জানো স্বাধীনতার পর আমি আমার শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে অনেক পরিশ্রম করে এখানে এসেছি। আমি গরিবের দুঃখ জানি, তাদের বেদনা বুঝি। ধনী, গরিব সকলেই খালি হাতে দুনিয়াতে এসেছে। কে গরিব, কে বড়লোক সেটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হচ্ছে কে কতটা পরিশ্রম করে তার ভাগ্যের উন্নয়ন ঘটালো। যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সব কিছু হচ্ছে আমাদের কর্মফল। তিনি আরও বলেন, আমি যদি পরিশ্রম করি তবে, ইনশাআল্লাহ এর বিনিময় পাব। তোমরা যদি ৮-১০ ঘণ্টা কাজ করো এর জন্য একটা পারিশ্রমিক পাবে। আর যদি ১৬ ঘণ্টা কাজ করো তার জন্য আরও অধিক পারিশ্রমিক পাবে। আমার জীবনে আমি অনেক পরিশ্রম করেছি। যে পরিশ্রমের ফল আমি পেয়েছি। যমুনা কমপ্লেক্সের পরিচালক কাজল কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগান্তরের প্রকাশক ও সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, জাকির হোসেন, যমুনা ফ্যান এর জিএম আবুল হাশেম, চীফ ইঞ্জিনিয়ার এরশাদ হোসেন চৌধুরী প্রমুখ।
Leave a Reply