শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক ::
এবার ২০ হাজার নতুন পৃথিবীর খোঁজে অভিযানে নামছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। সোমবার রাতে মহাকাশে নাসার এই অভিযান শুরু হওয়ার কথা।
এ মিশনকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, নাসার বিজ্ঞানীরা দুই লাখের মতো নক্ষত্রের ওপর নজর রাখবেন। তাদের উদ্দেশ্য- সৌরজগতের বাইরে পৃথিবীর মতো আরও যেসব গ্রহ আছে সেগুলো খুঁজে বের করা।
এই লক্ষ্যে নাসা এবার মহাকাশে যে উপগ্রহটি পাঠাচ্ছে তার নাম টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। আমাদের এই পৃথিবীর সমান গ্রহ থেকে শুরু করে গ্যাসের তৈরি বৃহদাকার কোনো গ্রহ-মহাকাশে এ রকম যা কিছু আছে সবকিছুর ওপরই অনুসন্ধান চালাবে এই টেস স্যাটেলাইট।
নাসার বিজ্ঞানীরা বলছেন, টেস দেখবে নক্ষত্রগুলো কতটা উজ্জ্বল হয়ে জ্বলছে, সেগুলোর উজ্জ্বলতায় যদি কমবেশি হয় তাহলে সেখান থেকে হয়তো কোনো গ্রহের উপস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। কারণ নক্ষত্রের চারপাশ দিয়ে যখন কোনো গ্রহ ঘুরতে থাকে তখন তার উজ্জ্বলতা কমবেশি হতে পারে।
Leave a Reply