শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, বাজার ব্যবস্থপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ, সাধারন সম্পাদক কবীর আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসাইন আহমদ টিটু, সৈয়দ তানিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মামুন হোসেন, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আনোয়ার কুরেশী, আনা মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান সিতু, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, মিটন দেব, শাহীন মিয়া, সাইদুল রহমান সোহাগ, হাসানুর রহমান সুহান প্রমুখ। পরে শিরনী বিতরণ করা হয়। এর পূর্বে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং জগন্নাথ জিউর আখড়া মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরে শিরনী বিতরণ করা হয়। এর আগে ইকড়ছই কেন্দ্রী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply