শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরশহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির নেতা জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক এম, এ কাদির ও জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম,এ মতিনের মাতা মোছাৎ রিজিয়া বেগমের চেহলাম গতকাল শুক্রবার বাদ জুমআ অনুষ্ঠিত হয়েছে মরহুমার নিজ বাড়ীতে। এ লক্ষ্যে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুরস্থ বায়তুল আমান জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত করেন ইকড়চই মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ছমির উদ্দিন
উপস্থিত ছিলেন রাজনীতিবিদ লে: কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি সালা উদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর নিউজ ডটকম সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আমিনুল হক সিপন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুর রহমান, সোহেল মিয়া, তরুন সমাজকর্মী আলী হোসেন খাঁন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে মোমবাতির আগুনে রিজিয়া বেগম অগ্নিদগ্ধ হলে তাকে প্রথমে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১দিন চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান। পরে বাড়ী জগন্নাথপুরস্থ নিজ বাড়িতে মরহুমাকে দাফন করা হয়।
Leave a Reply