রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: ১৪ই জুলাই শনিবার থেকে চালু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। এই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর দ্বিতীয় ফ্লাইটটি যাবে সকাল ১১টায়। হজ যাত্রীদের যাত্রা শান্তিপূর্ণ করতে নিয়োযিত থাকবেন পুলিশ কন্ট্রোলরুমের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউট সদস্য, আঞ্জুমান মফিদুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের সদস্যরা। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে যাবেন। সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার।
Leave a Reply