রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই প্রবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী-শিশু সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী ও একই গ্রামের বাসিন্দা আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়া পক্ষের নারী ও শিশু সহ কমপক্ষে ৬ জন ও যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর স্ত্রী নুরেছা বেগম, তাঁর ভাগনা সিপন মিয়া, ইমন মিয়া ও পথচারী তপন মিয়া সহ আরো ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে আইসল্যান্ড প্রবাসীর বিলাস বহুল বাড়ির গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়া বলেন, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে এসেছিলাম। তবে প্রতিপক্ষের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। তাদের ধারাবাহিক হামলা-মামলায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এদিকে-যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর লোকজন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের কারণে এ নিয়ে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Leave a Reply