রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার গ্রাম বাংলার অবহেলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছে। যে কারণে পিছিয়েপড়া জনগোষ্ঠী আজ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন। তিনি বলেন,অতীতের কোন সরকার গ্রামের উন্নয়নে এত কাজ করেনি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা শহরের পাশাপাশি গ্রামের মানুষের শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎসহ সামগ্রিক উন্নয়নে কাজ করেছি।
দেশে আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। তিনি বলেন,শেখ হাসিনার উন্নয়ন দেখে বহিবিশ্ব বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে অনুসরন করতে শুরু করেছে। তিনি বলেন,এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে। প্রতিমন্ত্রী এম এ মান্নান আরো বলেন,আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কে নসাৎ করতে একটি মহল নৌকার বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। এদেরকে অপপ্রচার ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। তিনি বলেন,গত ১০ বছর আপনাদের ভোটে নিবাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কল্যাণে সাধ্যমতে কাজ করেছি। আগামী নিবাচনে আপনাদের ভালোবাসা নিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে চাই। মন্ত্রী রোববার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন ও বেতাউকা-গাদিয়ালা গ্রামের ৩০০ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে গোপড়াপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আরশ মিয়া এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মজিদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রতিমন্ত্রীর ছেলে শাহাদাৎ মান্নান,উপজেলা আওয়ামীলীগ নেতা ফররুখ আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রতাপ মিয়া মেম্বার,জুয়েল মিয়া মেম্বার,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ। প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিদ্যালয় ভবন উদ্বোধনকালে জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম, ওসি হারুনুর রশীদ চৌধুরী, সিলেট শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারী প্রকৌশলী শামসুল আরেফিন,উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাছুম আহমদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply