সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই এবার ৩২ টাকা কেজিতে ৫ লাখ টন ধান,   ১২ লাখ টন চাউল কিনবে সরকার  জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে দারুল ক্বিরাত হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জগন্নাথপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর পদক্ষেপ

জগন্নাথপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন বিদ্যুৎ বিভাগ। এতে গ্রাহকরা বিপদে পড়ার আশঙ্কা বিরাজ করছে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব গ্রাহকরা তাদের বকেয়া বিল পরিশোধ করতে শেষ বারের মতো তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানাগেছে, জগন্নাথপুরে ১৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৪ হাজার গ্রাহকের কাছে প্রায় ৭ কোটি টাকা বকেয়া বিল রয়েছে। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও গ্রাহকরা তাদের বকেয়া বিল দিচ্ছেন না। এছাড়া বকেয়া বিলের জন্য অনেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও লুকিয়ে অনেকে আবার লাইন চালু করেন। এর মধ্যে অনেকের বিচ্ছিন্ন সংযোগ বিভিন্ন শর্ত সাপেক্ষে আবার চালু করা হয়। বারবার সব ধরণের সুযোগ-সুবিধা দেয়া হলেও এক শ্রেণির গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ করছেন না। অবশেষে বকেয়া বিল আদায়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সোমবার জগন্নাথপুর উপ-বিভাগীয় আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ এর সাথে আলাপ হলে তিনি বলেন, সরকারি নির্দেশনায় বকেয়া বিদ্যুৎ আদায়ে আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। এখন থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে যাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে, অবশ্যই সাথে সাথে তাদের বিরুদ্ধে মামলা সহ কঠোর পদক্ষেপ নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না, বা ছাড় দেয়ার কোন সুযোগ নেই। তাই যতো তাড়াতাড়ি সম্ভব নিজ উদ্যোগে সংযোগ বিচ্ছিন্ন করার আগে অফিসে এসে বকেয়া বিদ্যুৎ বিল প্রদানের জন্য তিনি গ্রাহকদের প্রতি আহবান জানান।

সেই সাথে উপজেলার প্রায় ১৫০টি মসজিদ ও মন্দিরের বকেয়া বিল প্রদানে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com