রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আধারে গ্রামবাসীর জলমহালে বিষ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জানাগেছে, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজারের পাশে থাকা টেকির বাধ থেকে পিংলার হাওর পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল রকম ভূমিতে কেশবপুর গ্রামবাসী মৎস্যচাষ করেন। গ্রামবাসীর জলমহালে অজ্ঞাত পরিচয় দুবুত্তরা বিষ ফেলে দেয়।
দীর্ঘ জলমহালে থাকা সকল প্রকার ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। তা দেখে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার কেশবপুর গ্রামের যুবক আলী আফরোজ জানান, আমরা দীর্ঘদিন যাবত এ খালে মৎস্য চাষ করে আসছি। কিন্তু হঠাৎ কে বা কারা বিষ ফেলে দিলে প্রচুর মাছ মরে ভেসে উঠছে। এ ব্যাপারে থানার একটি দরখাস্থ দিয়েছি।
Leave a Reply