রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ৬ নংওয়ার্ডের অর্ন্তভূক্ত উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন থাকলেও ভবনের সামনে মাটি না থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
রোববার সরজমিনে দেখা যায়, ভবন থেকে প্রায় ২ ফুট নিচে মাটি রয়েছে। বৃষ্টির পানি ভবনের সামনে জমে আছে। দীর্ঘ ২ ফুট উচ্চতার ভবনে উঠানামা করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বলেন, প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়েছে। বর্তমানে ভবনের সামনে মাটি না থাকায় ভবনে উঠানামা করতে গিয়ে শিশুদের অনেক কষ্ট করতে হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের সামনে মাটি ভরাট করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
Leave a Reply