রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের জহুরা বেগম নামের দরিদ্র পরিবারে এক মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছেন। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া, লুৎফুর রহমান, আবদুল মমিন, মতিন আলী, বশির মিয়া, তজমুল আলী, আবদুল হক, জমির আলী, ছমির আলী, আলতাফ হোসেন, আছাব আলী, সুহেল মিয়া, মতিন মিয়া, জাহাঙ্গীর মিয়া, লেচু মিয়া, মাহমুদা বেগম ও কলসুমা বিবির যৌথ উদ্যোগে ক্যান্সার রোগী জহুরা বেগমকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
১৭ অক্টোবর বুধবার ক্যান্সার রোগী জহুরা বেগমের হাতে প্রবাসীদের অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় কেশবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান বাদশা, সমাজকর্মী সমুজ মিয়া, আলাল হোসেন, লিটন মিয়া, মাসুম আহমদ, নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply