সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এবার উপজেলার মোট ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর তদারকি ছিল। সেই সাথে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোর স্বেচ্ছাসেবীরা যথাযথভাবে দায়িত্ব পালন করেন। গত ৫ দিন ব্যাপী পূজাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মন্ডপে উপচেপড়া ভীড় ছিল দর্শনার্থীদের। সেই সাথে সংগীত অনুষ্ঠান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে জগন্নাথপুর পৌর সদরের জগন্নাথ বাড়ি কেন্দ্রীয় মন্দির, বাসুদেব বাড়ি মন্দির ও আনন্দময়ী পূজা মন্ডপে জনসাধারণের উপচেপড়া ভীড় ছিল।
শুক্রবার রাতে প্রতিমা নিয়ে শহরে শোভাযাত্রা শেষে বিভিন্ন নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
Leave a Reply