শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!   সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক এবার ৩২ টাকা কেজিতে ৫ লাখ টন ধান,   ১২ লাখ টন চাউল কিনবে সরকার  জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে

জগন্নাথপুরে প্রশাসনের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে প্রশাসনের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রককৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, ব্যবসায়ী সুশান্ত রায়, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সহকারি ইয়াকুব মিয়া, আবদুল ওয়াহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
পরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিনব্যাপী মেলা, সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্ত আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। মেলায় বিভিন্ন ধরণের পণ্য নিয়ে বেশ কয়েকটি স্টল বসেছে। শিক্ষক অনন্ত পালের পরিচালনায় মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিন ব্যাপী অনুষ্ঠানমালা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম সার্বিকভাবে তদারকি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com