বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার গঠন করলে  প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে— কয়ছর এম আহমেদ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি ভোটাররা একটি সুস্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন— কয়ছর আহমদ সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: কয়ছর এম আহমদ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে — কয়ছর এম আহমেদ শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান হারুন-বিপ্লবের সাত পদক বাতিল “রক্তের আখরে লেখা জুলাই বিজয় “ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

তফসিল ঘোষণার পরও গ্রেফতার-হয়রানি চলছে: ফখরুল

তফসিল ঘোষণার পরও গ্রেফতার-হয়রানি চলছে: ফখরুল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে আমরা যে অভিযোগ করেছি সেটা নাকি ঢালাও অভিযোগ। আমরা বলতে চাই ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে, একেবারে নির্দিষ্ট অভিযোগ করেছে।
বুধবার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন বিএনপি মহাসচিব বলেন, তফসিল ঘোষণার পরও গ্রেফতার-হয়রানি চলছে অব্যাহতভাবেই। এই গ্রেফতার হয়রানিকে উপেক্ষা করেই যে সাড়া জনগণ দিচ্ছে, সেই সাড়ায় এটাই প্রমাণিত হচ্ছে যে, ধানের শীষের যে জোয়ার উঠেছে সেটাকে কেউ রোধ করতে পারবে না।
নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির অভিযোগ সুস্পষ্ট, নির্দিষ্ট।
প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির ঢালাও অভিযোগ আমলে নেয়া হবে না বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়। তবে বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ফখরুল বলেন, আমরা সবসময় বলেছি যে, নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব এবং সেই দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হয় তার জন্য জনগণের কাছে, জাতির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, তা পূরণ করতে সক্ষম হবে।
দমনপীড়নে ধানের শীষের জোয়ার সরকার রুখতে পারবে না বলে মন্তব্য করেন ফখরুল।
জাতীয় ঐক্য ফ্রন্ট ও ২০ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা খুব শিগগিরই এটা করব। সময়মতই আপনারা তা জানতে পারবেন।
‘আমরা আমাদের জোটের সাথে বসব, আমাদের চূড়ান্ত মনোনয়ন হবে। সবই সময়মতো হবে। নির্বাচন করতে যখন নেমেছি তখন সঠিকভাবেই নির্বাচন করব।’
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ময়মনসিংহ ও ফরিদপুর জেলার নির্বাচনী আসনের মনোনয়নপ্রত্যাশী ২৩৩ জনের সাক্ষাৎকার শেষ হয় এদিন।
ফখরুল বলেন, যারা সাক্ষাৎকার দিচ্ছেন তারা দলের অনেকেদিনের পরীক্ষিত নেতাকর্মী, রাজপথের লড়াকু সৈনিক। তাদের এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন তৈরি হবে সেটা অবশ্যই নির্বাচনকে জয়যুক্ত করতে সক্ষম হবে।
‘আমরা বিশ্বাস করি, জনগণের যে সাড়া আমরা দেখতে পারছি, স্রোতের মতো যে ঢল নামছে, এতে করে এই স্বৈরাচারী সরকারকে নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই সরিয়ে দিতে সক্ষম হব।’
ঢাকা বিভাগের সাক্ষাৎকারের মধ্য দিয়ে চারদিনের সাক্ষাৎকার পর্ব শেষ হবে। গত ১৮ নভেম্বর থেকে রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে সাক্ষাৎকার শুরু হয়।
চার দিনের মনোনয়ন বোর্ডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ‍উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com