শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের দৃষ্টিনন্দন আর্চ সেতু’র স্ল্যাব ঢালাই কাজ সম্পন্ন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সুনামগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত গ্রেফতার  নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন আব্বাকে মনে পড়ে  সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ  জগন্নাথপুরের স্বাস্থ্য ও রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ইংল্যান্ডের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর কমিউনিটি নেতা মুজাক্কির আলীর স্বদেশ আগমন শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

ডেঙ্গুতে প্রাণ গেল আরেক মায়ের

ডেঙ্গুতে প্রাণ গেল আরেক মায়ের

ডেস্ক নিউজ ::  আদরের দু’সন্তান রামিছা মোর্শেদ (৮) ও রাফসান মোর্শেদ (৬) বিস্ময়ভরা চোখে তাকিয়ে আছে। তাদের সামনে সাদা কাপড়ে মোড়ানো মা সৈয়দা সামিয়া আক্তারের (৩২) লাশ। চারপাশে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। পিতা রিয়াজ মোর্শেদ বার বার মূর্ছা যাচ্ছেন। এমন দৃশ্য তারা কখনো দেখেনি। দু’সন্তান বার বার মায়ের কাছে গিয়ে ‘মা মা উঠো’ বলে চিৎকার করছে। কিন্তু তাদের মায়ের কোন সাড়া নেই। সাড়া দেবেনই বা কী করে। ডেঙ্গুর কাছে হার মেনে তিনি যে চলে গেছেন না ফেরার দেশে।

সৈয়দা সামিয়া আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন ঢাকায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সামিয়ারর মৃত্যুতে সন্ধ্যার অন্ধকারের মতোই যেন রামিছা-রাফসানের জীবনেও নেমে এলো এক অজানা অন্ধকার। যখন ওই দুই সন্তানের সামনে মাকে হাজির করা হলো তখন তিনি মৃত। সৈয়দা সামিয়া আক্তার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরমুরারদিয়া গ্রামের রিয়াজ মোর্শেদের স্ত্রী। স্বামীর পেশাগত কারণে তারা থাকতেন ঢাকায়।

সামিয়া আক্তারের মামা মোহাম্মদ নিসারুল বাশার নিপুণ জানান, পবিত্র ঈদুল আজহায় গিয়েছিলেন গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দে ঈদ করতে। সেখানেই তিনি জ্বরে আক্রান্ত হন। ঈদের আগেরদিন জ্বর আসে সামিয়ার। তাকে ঈদের দিন ভর্তি করানো হয় ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ার পর রেফার্ড করা হয় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে। তারাও অবস্থার অবনতি দেখতে পান। তারা রোগীকে ঢাকায় আনার পরামর্শ দেন। রিয়াজ মোর্শেদ স্ত্রীকে নিয়ে প্রাণপণে ছোটেন ঢাকা। ভর্তি করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ১৫ই আগস্ট স্থানান্তর করা হয় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরো অবনতি ঘটে। তাকে ১৬ই আগস্ট নেয়া হয় আইসিইউতে। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন তিনি। তার ফুসফুস অকেজো হয়ে যেতে থাকে।

রোববার তার ফুসফুসের এক-তৃতীয়াংশ কাজ করছিল। লিভার পুরো নষ্ট হয়ে গিয়েছিল। এ সময় তার দেহে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে। আইসিইউতে মনিটর ক্রমশ জানান দিচ্ছিল তিনি অজানার পথে এগিয়ে যাচ্ছেন। ঠিকই রাতের অন্ধকার যখন নেমে আসছে, অন্ধকার যখন গ্রাস করছে চারপাশ, ঠিক তখনই সামিয়া আক্তার সবাইকে গাঢ় অন্ধকারে ডুবিয়ে দিয়ে চলে গেলেন চিরদিনের জন্য। রিয়াজ মোর্শেদ সেই অন্ধকারে বার বার মূর্ছা যাচ্ছেন। হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, আমার দুটি সন্তানকে আমি কি বলবো? ওরা যখন মায়ের কথা বলবে, ওদের সামনে বাবা হয়ে আমি কি জবাব দেবো? আমার সন্তানদের লেখাপড়ার কি হবে? আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার করছেন তিনি। চারদিক থেকে আত্মীয়স্বজনের মাঝে কান্নার রোল। কে কাকে সান্ত্বনা দেবেন! এ এক হৃদয়বিদারক দৃশ্য।

সামিয়া আক্তারের মৃতদেহ রোববার রাতেই নিয়ে যাওয়া হয় ফরিদপুরে। গতকাল স্থানীয় আলীপুর গোরস্থানে বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়েছে। সৈয়দা সামিয়া আক্তার ফরিদপুর পৌরসভার কুঠিবাড়ি কমলাপুরের সৈয়দ আবু সালেহ মোহাম্মদ মুছার কন্যা।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬১৫, ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসাপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকায় ৭৫৭ ও ঢাকার বাইরে ৮৫৮ জন। এছাড়া পাঁচ জেলায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর (পরিচালক) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা জানান, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। প্রসঙ্গত, সরকারি হিসেবে এ তথ্য দিলেও বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। এদিকে অধিদপ্তর থেকে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর কথা বলা হলেও বিভিন্ন হাসপাতালের দেয়া হিসেবে এ সংখ্যা বেশি। মানবজমিনের প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মিজানুর রহমান (৪০) নামের একজন মারা যান, বরিশাল মেডিকেলে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৬), সেলিম (৩০) নামের ২ জনের মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেলে দেলোয়ার হোসেন (৪০) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালন বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়। এদিকে রোববার রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে সামিয়া আক্তার নামের এক নারীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com