শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
মানবতার কল্যাণে রক্তদানে এগিয়ে আসুন এই শ্লোগানকে সামনে রেখে ওসমানীনগরে আল হাসানাহ রক্তদান সোসাইটি’র উদ্যোগে রক্তদানে উদ্ধুদ্ধকরণ জনসচেতনা তৈরী টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দয়ামীর ওসমানী স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুস।টানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন, দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধূরী জগলু, তাজপুর কলেজের সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহিন।
সোসাইটির চেয়ারম্যানঃ মাওলানা যাকারিয়া যাকি’র সভাপতিত্বে, হাফিজ মাওলানা মুহাম্মাদ সাইম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এবং হাফিজ মাওলানা ইমাদ বিন রফিক ও ইকবাল মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটি উপদেষ্টা মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুর রহমান কফিল, খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুন মহি উদ্দিন, গোয়ালাবাজার দারুর আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, জামেয়া রেংগা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তালেবুদ্দিন, মাওলানা মঞ্জুরে মাওলা, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ক্বাজী আমিন উদ্দিন, আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবু বকর সিদ্দিক, মুজাক্কির আহমেদ নাজু। খিদমাহ ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান কফিলের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ১৬ ডিসেম্বর সোসাইটির যাত্রা শুরুর পর থেকে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিলে ক্যাম্পিং তথা কর্মসূচির আলোকে এ পর্যন্ত প্রায় ৪০০শত ব্যাগ রক্ত দান করে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আল হাসানাহ রক্তদান সোসাইটি।- বিজ্ঞপ্তি
Leave a Reply