বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্রেক্সের জায়গা নির্ধারণ নিয়ে দুই’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অলৈতলী গ্রামের সাবেক মেম্বার আব্দুল লতিফের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল আলম, স্থানীয় মেম্বার দুরুদ মিয়া, এলাকার জয়নাল উদ্দিন, আব্দুল খালিক, সেলিম খান প্রমুখ। অন্যদিকে স্বাধীনবাজারে ইউনিয়ন পরিষদ স্থাপনের দাবীতে গতকাল রবিবার বিকেলে স্বাধীনবাজারে এলাকবাসীর উদ্যাগেমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, সাবেক মেম্বার ফারুক মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাকুর রহমান, যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ প্রমুখ।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের ৪৭ গ্রামের মধ্যে ৪৩ গ্রামের লোকজন স্বাধীনবাজারে পক্ষে। এই দাবী বাস্তবায়নের লক্ষ্যে ৪৩ গ্রামের প্রতিনিধিদলের লোকজনের সমন্বয়ে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
অন্যদিকে অলৈতলীর পক্ষে কাতিয়া গ্রামের অ্যাডভোকেট শফিকুল আলম বলেন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের কমপ্রেক্স ১৯৮৬ সালে অলৈতলী গ্রামে স্থানীয় সরকারের অর্থায়নে ভবন নির্মাণ করা হয়। ওই ভবন নির্মাণের জন্য স্থানীয়রা স্বেচ্ছায় ভূমি দান করেছেন। ১০ বছর কার্যক্রম চলার পর চেয়ারম্যান পরিবর্তন ঘটলে পরিষদ অস্থায়ীভাবে অন্য স্থানে চলে যায়।
স্থানীয় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মুখছিল মিয়া বলেন, অস্থানীয়ভাবে বর্তমানে স্বাধীনবাজারে পরিষদের কার্যক্রম চলছে। তিনি বলেন, দ্বন্দ্বের কারণে যেন কমপ্রেক্স নির্মাণ ব্যাহত না হয়। সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্সে নির্মাণের জন্য সরকারিভাবে প্রস্তাব এসেছে। আমরা জনমত যাচাই করে স্থান নির্ধারণ করে জেলা প্রশাসকের নিকট প্রস্তাব পাঠাবো।
Leave a Reply