বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের হাতে ইয়াবা সহ আতিক মিয়া নামের এক আসামী গ্রেফতার হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আটঘর পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জগন্নাথপুর থানা সূত্র জানায়, ২৭ আগষ্ট র্যাব ৯ এর ডিএডি মোঃ সোহেল রানার নেতৃত্বে দাওরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আতিক মিয়াকে গ্রেফতার করা হয়।
এছাড়া মদ খেয়ে মাতলামী করার দায়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত বাতির আলীর ছেলে হাফিজুর রহমান ও ইকড়ছই গ্রামের মৃত আজিম উল্লার ছেলে গয়াছ মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ২৮ আগষ্ট বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply