বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রাম থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েস মিয়া (৪৮) কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।
জানা গেছে, পাইলগাঁও গ্রামের একরাজ মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েস মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কয়েস মিয়াকে তার বাড়ি থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এসআই লুৎফুর রহমান বাদি হয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধৃত কয়েস মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply