বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের এক অসহায় ভূমিহীন পরিবারের সরকার কর্তৃক দেওয়া ভূমিহীনের জায়গা একদল ভূমিখেকো চক্র কর্তৃক আত্মসাতের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এমন অভিযোগ করেন ভূমিহীন পরিবারের সদস্য মোঃ ছুফি মিয়া।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৮-৮৯ সালে একজন ভূমিহীন হিসেবে আমার বাবা সুনাহর আলী সুন্দর কলকলিয়া মৌজার ৩৭৩নং দাগের ১ একর ৫০ শতাংশ পতিত রকম ভূমি বন্দোবস্ত পান। এরপর থেকে আমরা ওইস্থানে বসবাস করে আসছি। একাধিকবার সাঙ্গিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিজু মিয়া ও ইউনুছ মিয়া ও একই গ্রামের ব্যবসায়ী সাজু মিয়া,রাসু মিয়া,তাজউদ্দিন মিলে আমার জায়গা আত্মসাতের চেষ্ঠা চালায়। উপজেলা ভূমি অফিস থেকে একাধিকবার আমার জায়গা আমাকে বুঝিয়ে দেয়ার পরও ওই ভূমিখেকো চক্র আমার ভূমি আত্মসাতে মরিয়া হয়ে উঠেছে। ভূমিখেকো ওই চক্র গত ২৬ আগষ্ট র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র্যাবকে ভূল তথ্য দিয়ে আমার বাড়িতে এনে আমাকে হুমকি ধামকি দিয়ে আমার বসত ঘর জোরপূর্বক তালা দেয়ার চেষ্ঠা চালায় । বিষয়টি আমি তাৎক্ষনিকভাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি কে অবগত করলে তাদের অপচেষ্ঠা ব্যর্থ হয়। ওই ভূমিখেকো চক্র সরকারি রাস্তার ওপর পঞ্চায়েতি কবরস্থানের ওপর পাকা বিল্ডিং স্থাপন করিয়া বহুদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছে। এমনকি সরকারি ভূমিতে অটো রাইস মিল স্থাপন করিয়া অবৈধভাবে ব্যবসা করে আসছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না । তাদের কার্যকলাপে তিনি উদ্বেগ উৎকন্ঠায় দিন যাপন করছেন উল্লেখ করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply