বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
স্টার রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি আজ শনিবার জগন্নাথপুরে আসছেন। তিনি সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ মেলার উদ্বোধন করবেন। সকাল ১১টায় তিনি শ্রীরামসী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি শ্রীরামসী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় কেউনবাড়ি-লামাটুকের বাজার সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তুর, কেউনবাড়ি বাজার উন্নয়ন কাজের ভিত্তিত্ব প্রস্তুর, আটঘর থেকে গড়গড়িকান্দি সড়কের পাকাকরণের উদ্বোধন করবেন। পরে তিনি বিশ্বনাথের উদ্যেশ্যে যাত্রা করবেন। এসব তথ্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply