শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্জয় সাহা নামে এক তিন বছরের শিশু নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধনু সাহার ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া হয়নি বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসি জানান, রানীনগর গ্রামের তীরবর্তী কুশিয়ারা নদীর পাড়ে খেলা করছিল শিশু দুর্জয়। সন্ধ্যা ৬টার দিকে অসাবধানতাবশত শিশুটি কুশিয়ারা নদীর পানি পড়ে যায়। অনেক খোঁজাখুজি করেও গতকাল বিকেল পর্যন্ত তার সন্ধান মিলেনি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply