বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মেয়াদ উর্ত্তীণ পন্য ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সামগ্রী তৈরী করায় দুই ব্যবসা প্রতিষ্ঠা থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ভোক্তা অধিকার আইনে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের হাবিব ট্রেডার্স স্টোর ১০ হাজার টাকা এবং তালুকদার রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক মোটরসাইকেল চালককে হেমলেট ব্যবহার না করায় এবং ড্রাইবিং লাইসেন্স না থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন জগন্নাথপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত। তিনি বলেন, ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply