শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে ক্রেতা সেজে ব্যবসায়ীর ক্যাশ থেকে নগদ ২০ হাজার টাকার বান্ডিল নিয়ে দৌড়ে পালিয়ে গেছে এক চোর। এ চিত্র সিসি ক্যামেরায় ধারন হলেও চোরকে ভালভাবে চেনা যাচ্ছে না। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর সদর বাজারের রাণীগঞ্জ রোডে অবস্থিত গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী পিন্টু দে বলেন, গত ৯ সেপ্টম্বর এক ব্যক্তি এসে প্রথমে আমার কাছ থেকে ১ হাজার টাকা নোটের ভাংতি নেয়। তখনই সে আমার ক্যাশে থাকা টাকার বান্ডিল দেখতে পায়। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি আবার এসে ২টি গ্যাসের চুলা কেনার কথা বলে। এ সময় আমি চুলা দেখাতে দোকানের পিছনে গেলে সে আমার ক্যাশে থাকা ২০ হাজার টাকার বান্ডিল নিয়ে ফোনে কথা বলতে বলতে দৌড়ে পালিয়ে যায়। প্রথমে আমি তার দৌড়ের কারণ বুঝতে পারিনি। পরে ক্যাশ খোলে দেখি সে আমার টাকা নিয়ে পালিয়েছে। যদিও তার দৃশ্যটি সিসি ক্যামেরায় ধারন হয়েছে। তবে থাকে ভালভাবে চেনা যাচ্ছে না।
Leave a Reply