শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে এয়ারর্পোট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবক জগন্নাথপুরের সোয়েব আহমদ (২৪) মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় তার জানাজা নামাজ শেষে তাকে পঞ্চায়িতী কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসি জানান, গতকাল শুক্রবার সকালের দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সবর মিয়ার ছেলে সোয়েব আহমদ মোটরসাইকেল যোগে সঙ্গে আরো দুই বন্ধুকে নিয়ে ভোলাগঞ্জে বেড়াতে যান। বিকেলের দিকে বাড়ি ফেরার পথে ভোলাগঞ্জের এয়ারর্পোট সড়ক দিয়ে আসার পথে একটি গাছের সাথে ধাক্কা গেলে গুরুত্বর আহত হন সুয়েব ও তার মোটরসাইকেল পিছনে বসে থাকা তার দুই বন্ধু। এরমধ্যে সুয়েব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতাল রাকিব রাবেয়া মেডিকেলে ভর্তি করা হলে রাত তিনটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোটরসাইকেলের চালক সুয়েব মিয়া ছিলেন। তবে সিলেটের বেসরকারি একটি হাসপাতালে কুহিনুর এখনও চিকিৎসাধীন রয়েছে। অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। তবে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তাদের জানা নেই।এদিকে তরুন সোয়েবের লাশ আজ সকালে গ্রামের বাড়িতে এসে পৌছিলে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতরণ ঘটে।শেষবারের মতো একনজর দেখতে শোকাহত মানুষের ঢল নামে।
Leave a Reply