বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজামন্ডপে এবার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাংবাদিক আব্দুল হাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খানসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।
সভায় জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, উপজেলার ৪০টি পূজা মন্ডপে প্রতিমা তৈরী সহ সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তিনি মন্ডপগুলোতে নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন প্রতিটি পূজা মন্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক দুইজন পুলিশ তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পুলিশ কমকর্তারা বিভিন্ন মন্ডপের দায়িত্ব পালন করবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply