বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বিনোয়োগ প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার সরঞ্জাম প্রদান করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়,পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের, শিক্ষক রাসেল আহমদ প্রমুখ সভা শেষে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদোর হাতে বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি প্রদান করা হয়।
Leave a Reply