বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের সঙ্গে সঙ্গে প্রতিকেজি পেঁয়াজের দাম ১৭০ থেকে ১২০ টাকায় নেমে আসে। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট
মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানের খবর মুর্হুতের মধ্যে বাজারে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পেঁয়াজের দর ১৭০ থেকে ১২০ টাকা দরে নেমে আসে। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় হাবিব টেড্রাসকে ৫ হাজার টাকা এবং রিয়ান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য রাখায় পাঁচতারা নামে একটি রেস্তুোরাঁ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
এদিকে সদর বাজারে ফজলু মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে ভ্রাম্যমান আদালত আসার আগ পযন্ত পেঁয়াজের প্রতিকেজি ১৭০ টাকা দামে বিক্রি হচ্ছিল। অভিযানের সঙ্গে সঙ্গে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
এধরনের অভিযান থাকলে আমরা সাধারণ মানুষ উপকৃত হবো।
ব্যবসায়ী সুধন্য পাল জানান, পেঁয়াজ দম ধীরে ধীরে কমে আসছে। গতকাল ১২০ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক আছে। গুজবে কান না দেয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পেঁয়াজের রেশ কাটতে না কাটতে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে লবনের দাম বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মুর্হুতের মধ্যে দোকানগুলোতে ক্রেতাদের ভির বাড়তে থাকে। কেউ কেউ ১০ থেকে ২০ কেজি লবন ক্রয় করেন। তবে বাজারে লবনের দাম বাড়ার কোন প্রমান পাওয়া যায়নি।
Leave a Reply