বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রনব বণিক আর নেই : বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রনব বণিক আর নেই : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী প্রনব বণিক(৬১) আর নেই। শুক্রবার রাত প্রায় দুইটার দিকে ‍বুকে ব্যথা শুরু হলে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে পৌর শহরের শ্মশানঘাটে সমাহিত করা হয়।

স্বজনরা জানান ,রাত দেড়টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু  সুধন  ধরের নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু হয় এবং তাকে সিলেট পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ সময় আকস্মিক তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বহুবিধ প্রতিভার অধিকারী প্রণব বণিক কর্মজীবনের শুরুতে তিনি বিআরডিবিতে চাকুরি করেন। পরবর্তীতে অনন্ত উপহার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।১৯৯৫ সালে তিনি আর্ট স্কুল চালু করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে অদ্যাবধি বিনা বেতনে সেই দায়িত্ব পালন করছিলেন। বিনয়ী স্বভাবের এই ব্যক্তি সবার কাছে প্রনবদা নামে সুপরিচিত ছিলেন। সামাজিক কর্মকান্ডে তার  সরব অংশ গ্রহন ছিল ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা  নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তারুজ্জামান, মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ প্রমুখ।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com