শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কবর স্থানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৩ ডিসেম্বর কবর স্থানের জমি নিয়ে হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের লিটন মিয়া ও মিঠু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন লিটন মিয়া, শ্যামল মিয়া, ছানা মিয়া, আলী হোসেন, নুর হোসেন, আনর মিয়া, লেচু মিয়া, মিঠু মিয়া ও রাহুল মিয়া। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply