শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে আয়োজিত তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা রোববার বিকেলে শেষ হয়েছে।
সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,প্রভাষক নিয়াজ আহমেদ ভূঁইয়া শিক্ষক মাহমুদ আলম,জয়ন্ত শেখর রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,শিক্ষার্থী আয়হানা সুলতানা বৃষ্টি, বিশাল কৃষ্ণ দাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায় ও তথ্য কর্মকর্তা লুফিয়া জান্নাত।
পরে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি শিক্ষা প্রতিষ্ঠান কে পুরস্কৃত করা হয়।
Leave a Reply