শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামে। আহতরা হলেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার (৩২), তাঁর মা রোকিয়া বেগম (৫৫) ও অপর পক্ষে সাবিনা বেগম (২২) ও হায়দার খান (১৫)।
জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে ১৬ ডিসেম্বর সোমবার গলাখাল গ্রামের বাসিন্দা উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার ও নুর আলী খানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আহত খেলাফত মজলিসের সেক্রটারি সাইফুর রহমান সাজাওয়ার বলেন, পূর্ব বিরোধের কারণে প্রতিপক্ষের লোকজন আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করেছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার বৃদ্ধ মাতা আহত হয়েছন।
Leave a Reply